সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর মহড়া ‘অপারেশন ব্যাঘ্রথাবা’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন কর্তৃক আক্রমণ অভিযান ‘অপারেশন ব্যাঘ্রথাবা’-এর মহড়া গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপ (জাহাজ্জ্যার চর) এলাকায় অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় পদাতিক, সাঁজোয়া এবং গোলন্দাজ বাহিনী ছাড়াও সেনাবাহিনীর সব আর্মস/সার্ভিসেস অংশ নেয়। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি ব্যবহার করা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, স্থানীয় এমপি মামুনুর রশীদ কিরণ, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামিম উজ জামান, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. রাশেদ আমীনসহ সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মহড়া প্রত্যক্ষ করেন।

সর্বশেষ খবর