সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আশিয়ান সিটির সন্ত্রাসীরা মধ্যরাতে দক্ষিণখানে দুটি ভবন গুঁড়িয়ে দিল

নিজস্ব প্রতিবেদক

আশিয়ান সিটির সন্ত্রাসীরা মধ্যরাতে দক্ষিণখানে দুটি ভবন গুঁড়িয়ে দিল

রাজধানীর দক্ষিণ খানে সন্ত্রাসীরা গুঁড়িয়ে দেয় দুটি ভবন —বাংলাদেশ প্রতিদিন

শনিবার মধ্যরাতে রাজধানীর দক্ষিণখান থানার শিয়ালডাঙ্গা মহল্লায় আশিয়ান সিটির ভাড়াটে সন্ত্রাসীরা নির্মাণাধীন বাড়ির দুটি বড় ভবন গুঁড়িয়ে দিয়েছে। এ সময় দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে যাবতীয় নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। আতঙ্কিত নির্মাণশ্রমিকদের আর্তচিৎকার শুনে বাড়ির মালিকসহ আশপাশের মানুষ এগিয়ে গেলে দুর্বৃত্তরা প্রাণনাশেরও হুমকি দেয়। তারা   অস্ত্র প্রদর্শন করে হুমকি দিয়ে বলে, ‘আশিয়ান সিটির অনুমতি ছাড়া এখানে আবার নির্মাণকাজে হাত দিলে গুলি করে পাখির মতো হত্যা করা হবে।’ এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ভবন দুটির মালিক আবদুস সাত্তার গতকাল দক্ষিণখান থানায় ছয়জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দাখিল করেছেন। থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

থানায় দাখিল করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণখান মৌজায় সিটি জরিপের ২৬৪২৯ নম্বর দাগে ১৩ শতাংশ জমি কিনে আবদুস সাত্তার ১৯৯৩ সাল থেকে ভোগদখল করে আসছেন। এত দিন সীমানাপ্রাচীর টানা থাকলেও অতিসম্প্রতি সেখানে দুটি ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। শনিবার দিবাগত রাত ২টার দিকে আশিয়ান সিটির পালিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত জাহিদ ভূঁইয়া, বাবুল, রয়েল, ইমরান, মিজান, লাল মিয়াসহ আরও বেশ কয়েকজন অতর্কিতে চড়াও হয়। এ সময় তারা অস্ত্রের মুখে নির্মাণশ্রমিকদের হটিয়ে দিয়ে নির্মাণাধীন ভবন দুটি ভেঙে গুঁড়িয়ে দেয়। আবদুস সাত্তার অভিযোগে জানান, চক্রটি আরও আগে থেকেই জায়গাটি জবরদখল করার নানা ফন্দিফিকির চালিয়ে আসছিল। এ ব্যাপারে এর আগেও দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (নম্বর-৬৬৩) করা হয়। কিন্তু পুলিশ তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা না নেওয়ায় এবার দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর সুযোগ পায়।

সর্বশেষ খবর