সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ফের বিক্ষোভ ঢাবিতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে আবারও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষুব্ধরা সাত কারণে ঢাবি শিক্ষার্থীদের পরিচয় সংকটে পড়তে হচ্ছে দাবি করে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে   যাবেন বলে ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকালে তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করেন, যাতে লেখা ছিল দাবি মোদের একটাই-ঢাবির কোনো শাখা নেই, এক দফা এক দাবি-অধিভুক্ত মুক্ত ঢাবি, রাখতে ঢাবির সম্মান-সাত কলেজ বেমানান।

সর্বশেষ খবর