মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পড়ে আছে পচা ১০ লাশ

রংপুর মেডিকেলের হিমঘরের ফ্রিজ নষ্ট, ছড়াচ্ছে দুর্গন্ধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পড়ে আছে পচা ১০ লাশ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হিমঘরের সব ফ্রিজ বিকল হয়ে পড়ে রয়েছে। ফ্রিজগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ১২ দিন ধরে বিকল থাকায় এসব ফ্রিজে রাখা দশটি লাশে পচন ধরেছে। এরমধ্যে পাঁচটি লাশ শনাক্ত করাই যাচ্ছে না। লাশগুলো ফ্রিজ থেকে বের করে হিমঘরের মেঝেতে রাখার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় হাসপাতাল এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায় বলেন, ফ্রিজগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। বেশ কয়েকবার মেরামত করা হলেও কিছুদিন পর ফের বিকল হয়ে যায়। সর্বশেষ গত বছরের জুন মাসে ফ্রিজগুলো মেরামত হয়। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে অবহিত করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে ঢাকা থেকে মেকানিক আসবে। ছয়তলা ভবনের রমেক হাসপাতালের নিচতলায় হিমঘর। হিমঘরের কর্মচারী জয়নাল আবেদীন জানান, ১০ জানুয়ারি তিনটি ফ্রিজ বিকল হয়ে যায়। এসব ফ্রিজে নারীর চারটি ও পুরুষের ছয়টি লাশ রাখা ছিল। ফ্রিজ বিকল হয়ে পড়ায় লাশগুলোতে পচন ধরেছে। সেগুলো ফ্রিজ থেকে বের করে মেঝেতে রাখা হয়েছে। এখন দুর্গন্ধে হিমঘরে যাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করার পরও বিকল হওয়া ফ্রিজগুলো সচল করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। হিমঘরের কর্তব্যরত ডোম মানু জানান, দীর্ঘদিন ধরে রাখা লাশগুলো এখন কঙ্কালে পরিণত হয়েছে। এগুলো শনাক্ত করার কোনো উপায় নেই। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাহমুদ হাসান বলেন, ১০টি লাশের মধ্যে মামলা সংক্রান্ত কারণে এক নারীর লাশ চার বছর ধরে এবং স্বজনরা লাশ শনাক্ত করতে না পারায় তিনটি লাশ তিন বছর ধরে হিমঘরের ফ্রিজে পড়ে রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর