মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বরিশালের ১০ রুটে ফের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

টানা ১৯ দিন পর প্রশাসনের অনুরোধে বাস চলাচল শুরুর ৫ ঘণ্টা পর বরিশাল থেকে পশ্চিমাঞ্চলের ১০ রুটে ফের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল সকাল ৬টায় বাস চলাচল শুরুর ৫ ঘণ্টা পর বেলা ১১টার দিকে বাস চলাচল বন্ধ হয়। বরিশালের রূপাতলী এবং ঝালকাঠী বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতারা নিজ নিজ অবস্থানে অটল থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ১০ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। সংশ্লিষ্টরা জানায়, রুটের হিস্যার দ্বন্দ্বে গত ৩ জানুয়ারি বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর, খুলনার ১০ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে টানা ১৯ দিন দুর্ভোগ সহ্য করে গন্তব্যে যেতেন যাত্রীরা। এ অবস্থায় রবিবার রাতে বরিশাল বিভাগীয় কমিশনার কার‌্যালয়ে সমঝোতা সভায় বরিশালে প্রধানমন্ত্রী এবং ভোলায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে দুই বাস মালিক সমিতি নেতাদের অচলাবস্থা নিরসনের অনুরোধ জানান কর্মকর্তারা। একই সঙ্গে বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠী বাস মালিক সমিতির বাস চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য ২১ সদস্যের কমিটি করে দেয় প্রশাসন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল ৬টা থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়। ওই সব রুটে টানা ৫ ঘণ্টা বাস চলাচলের পর সকাল ১১ টার দিকে ফের ওই ১০ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বরিশাল মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল ১১ টার পর বরিশাল মালিক সমিতির বাস ওইসব রুটে যাওয়া মাত্রই ঝালকাঠীর মালিকরা বাস চলাচলে বাধা দেয় এবং শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করে।

ঝালকাঠী বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন জানান, বরিশালের বাস মালিকরা ঝালকাঠীর বাসগুলো কুয়াকাটা চলতে দিচ্ছে না। এ কারণে ঝালকাঠীর বিভিন্ন রুটে বরিশালের বাস চলাচলও তারা বন্ধ করে দিয়েছেন।

সর্বশেষ খবর