মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বিবিএসের প্রতিবেদন

বিদ্যুৎ ব্যবহারে ৮৭ শতাংশ মানুষ সন্তুষ্ট

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ব্যবহারে দেশের ৮৭ ভাগ মানুষ সন্তুষ্ট। আর ১৩ ভাগ মানুষ অসন্তুষ্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এই তথ্য জানানো হয়। জরিপ কাজে সহযোগিতা করেছে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি)। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারি আর ২০১৭ সালের অক্টোবরে এই জরিপ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সন্তুষ্টির বিষয়ে শীতকাল আর গরমকালের মধ্যে পার্থক্য আছে। গরমকালে গ্রাহক তুলনামূলক কম আর শীতকালে বেশি সন্তুষ্ট। বিদ্যুৎ বিভাগের যে পরিকল্পনা আছে এতে আস্থাশীল ৭৮ ভাগ মানুষ।

সর্বশেষ খবর