মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পল্টন-মতিঝিলে অভিযানে বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক

অনুমোদন না নিয়ে বা সঠিকভাবে মান নিয়ন্ত্রণ না করে জারের পানি বিক্রি বন্ধে রাজধানীর পল্টন ও মতিঝিলে অভিযান চালিয়েছে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা-বিএসটিআই। গতকাল ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে ১২টি প্রতিষ্ঠানের প্রায় চার হাজার জার বাজেয়াপ্তের পর ধ্বংস করে দেওয়া হয়। এ সময় এক লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। তবে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা ছাড়াও দুই এলাকায় ১৫টি পানিবাহী ভ্যান আটক করে বিএসটিআইর কর্মকর্তারা। কোনো অভিযোগ না পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের গাড়ি ছেড়ে দেওয়া হয়। বিএসটিআইয়ের অনুমোদন থাকা এ তিনটি প্রতিষ্ঠানের পানিতে কোনো সমস্যা পায়নি ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা বেগমের নেতৃত্বে অভিযানে অংশ নেন নিয়ন্ত্রক সংস্থার পরিচালক মো. ইসহাক আলী, সহকারী পরিচালক আবু সাঈদ, তালাত মাহমুদ, আরাফাত সরকার, মো. রিয়াজ উদ্দিনসহ কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। তবে যে ১২টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় তার মধ্যে ১০টিরই বৈধ অনুমতি নেই বলে সাংবাদিকদের জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা বেগম।

 আর অন্য দুটি প্রতিষ্ঠান নিয়ম মেনে পানি বাজারজাত করেনি। তিনি বলেন, শাস্তি পাওয়া প্রতিটি প্রতিষ্ঠানের অপরাধ প্রায় একই ছিল। তাদের পণ্যের গায়ে বিএসটিআইয়ের অনুমোদন সংক্রান্ত লোগো ছিল না। এ ছাড়া এসব জারে তৈরি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। দুটি প্রতিষ্ঠান লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে। এ ছাড়া তাদের জারগুলো কোন কোম্পানি তৈরি করছে তারও কোনো চিহ্ন ছিল না। বিএসটিআইর পরিচালক মো. ইসহাক আলী বলেন, এ ধরনের অভিযান চলমান কার্যক্রমের অংশ। তবে জারের পানি কেনার আগে ভোক্তাদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। নাম-ঠিকানাবিহীন প্রতিষ্ঠানের পানি আপনারা কিনবেন না। আর বিএসটিআইয়ের লাইসেন্স আছে কিনা তা দেখে পানি কিনবেন।

 

সর্বশেষ খবর