সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাণিজ্য মেলার সময় বাড়ল চার দিন

নিজস্ব প্রতিবেদক

ক্রেতাদের ব্যাপক সাড়া ও বিক্রেতাদের বাড়তি আগ্রহে ৪ দিন সময় বাড়াল বাণিজ্য মেলার। ফলে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ-২০১৮। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করেছে সরকার। মেলার শেষ সময়ে বিক্রেতারা বিভিন্ন দাম কমানোসহ হরেক রকম অফার দিচ্ছেন ক্রেতাদের।  এই তথ্য নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবদুর রউফ। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী এই মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি। গত ১ জানুয়ারি শুরু হয় বাণিজ্য মেলা। ইপিবি জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত। প্রবেশ টিকিটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। এবারের মেলায় ১৪ ক্যাটাগরিতে দেশ-বিদেশের ৫২০টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। মেলায় অংশগ্রহণকারী দেশি—বিদেশি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকম পণ্য সামগ্রী প্রদর্শন করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর