সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভারতে সমতাভিত্তিক সমাজ গড়ার আহ্বান ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

ভারতের তিনটি নগরীতে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে ভাষণকালে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানালেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত সপ্তাহে ভারতের তিনটি বৃহৎনগরী কলকাতা, দিল্লি ও জয়পুরে বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।

গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রফেসর ইউনূস কলকাতায় দ্য টেলিগ্রাফের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত ‘টাটা স্টিল কলকাতা সাহিত্য সভা’র আমন্ত্রণে সেখানে যোগ দেন। ২২ জানুয়ারি এ আলোচনা অনুষ্ঠানে ইউনূস বলেন, ‘তরুণ প্রজন্মকে পূর্ববর্তী  প্রজন্মের পদাঙ্ক অনুসরণ করার   প্রয়োজন নেই। তাদের নিজেদের পৃথিবী নিজেদের মতো করে গড়ে তুলে নিতে হবে। পূর্ববর্তী প্রজন্মের রেখে যাওয়া পৃথিবীতে বাস করা কোনো সমাধান নয়। তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদেরই নিতে হবে। নিজের পথে চলো, তুমি কী চাও তা জানো।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর