সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার রায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে

খালেদা জিয়ার রায় সাক্ষ্য-প্রমাণের  ভিত্তিতেই : আইনমন্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের তীব্র সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সম্পর্কে বলেছেন, আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনেছে। তারপর ৮ ফেব্রুয়ারি রায়ের দিন নির্ধারণ করেছে। এখন আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই রায় দেবে। গতকাল কসবা উপজেলা সদরে টি আলী কলেজ মাঠে এক ছাত্র সমাবেশে  তিনি এ কথা বলেন। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন।  আইনমন্ত্রী আরও বলেন, বিচারকরা ন্যায়বিচার করেন। বাংলাদেশে এখন আইনের শাসন আছে। বিচার বিভাগ এখন স্বাধীন।

আইনমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাংলাদেশের ভবিষ্যত্। তোমরা লেখাপড়া করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশের অগ্রগতিকে এগিয়ে নেবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রাথীকে বিজয়ী করতে ছাত্রলীগকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, নৌকাকে বিজয়ী করার মধ্য দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, বর্তমান সাধারণ সম্পদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া বাদল, এম জে হাক্কানী, অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর