সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক পথিক সাহার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক পথিক সাহার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রথম প্রধান প্রতিবেদক পথিক সাহার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ ৩১ জানুয়ারি বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে মোমবাতি প্রজ্ব্বালন, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান এবং ‘সমকালীন রাজনীতি ও জনগণের মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া প্রয়াতের পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জের গড়পাড়া-গাঙ্গুলীনগর গ্রামের পৈতৃক নিবাসে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার আন্তঃবিদ্যালয় চিত্রাঙ্কন, বক্তৃতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্মরণসভা, রবিবার সন্ধ্যায় শ্রীশ্রী গীতা ও শ্রীমদ্ভগবত্ পাঠ এবং সোমবার মহাপ্রভূর ভোগরাগ ও গণভোজ। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক পথিক সাহা ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে মারা যান। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর