সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দিবাকালীন ট্রেনের দাবিতে ১৯ মার্চ অবরোধের ডাক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর-ঢাকা দিবাকালীন আন্তনগর ট্রেন চালুর দাবিতে গতকাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের নেতারা। স্মারকলিপিতে বলা হয়, ১৮ মার্চের মধ্যে দিবাকালীন ট্রেন চালু করা না হলে পরদিন রংপুর রেল স্টেশন ঘেরাও, অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

বিভাগীয় কমিশনারের অনুপস্থিতিতে তার একান্ত সচিব আবুল কালাম আজাদ স্মারকলিপি গ্রহণ করে বলেন, এটি রংপুরবাসীর ন্যায্য দাবি। স্মারকলিপি যথাসময়ে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হবে। এসময় পরিষদের আহ্বায়ক সাংবাদিক ওয়াদুদ আলী, উপদেষ্টা অ্যাডভোকেটসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর