সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গ্যালারি চিত্রকে রশীদ চৌধুরীর প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

গ্যালারি চিত্রকে রশীদ চৌধুরীর প্রদর্শনী

গ্যালারির একদিকে রয়েছে নস্টালজিয়া ও রোমান্টিকতার মিশ্রণে চিরায়ত বাংলার দৃশ্যপট, সেই সঙ্গে রয়েছে পুরনো ফর্ম ভেঙে নতুন করে গড়া ফর্মের আধুনিক শিল্পকর্ম। অন্যদিকে লোকজ আবহের সঙ্গে আধুনিকতার মিশেলে ভিন্ন এক রূপ দেওয়া হয়েছে বেশ কিছু শিল্পকর্মে। শিল্পরসিকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো বৈচিত্র্যপূর্ণ এমন কিছু শিল্পকর্ম নিয়েই ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হলো শিল্পী রশীদ চৌধুরীর একক প্রদর্শনী। গতকাল বিকালে ১৪ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শিল্পী রফিকুন নবীর  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রশীদ চৌধুরীর ছোট ভাই মেজর (অব.) জুলফিকার এইচ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। উপস্থিত ছিলেন গ্যালারি চিত্রকের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান। প্রতিমন্ত্রী নসরুল হাৃমিদ বলেন, ছোটবেলায় ছবি আঁকার চেষ্টা করতাম। তবে সংসদ ভবনে গিয়ে  রশীদ চৌধুরীর কাজ প্রথম দেখি। তার শিল্পভুবন শিল্পীকে অনুপ্রেরণা    জোগাবে, সন্দেহ নেই। শিল্পীর বিভিন্ন সময়ের আঁকা পেইন্টিং ও ট্যাপেস্ট্রি মিলিয়ে ৪২টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।

শিশু চলচ্চিত্র উৎসবে খুদে দর্শকদের ঢল : ফ্রেমে ফ্রেমে তারা জীবনের গল্প বলতে গিয়ে জীবনের প্রতিচ্ছবিই তুলে ধরেছে। সেই জীবনের বাঁকে বাঁকে রয়েছে সুখ-দুঃখ আর আনন্দ-বেদনার খণ্ডচিত্র। এখনো শৈশব পেরোয়নি কিন্তু নির্মাতা বনে গেছে তারা। মননে আর সৃজনে এক টুকরা শিল্পও তুলে ধরেছেন নিজেদের নির্মাণে। খুদে এই নির্মাতাদের ফ্রেমবন্দী জীবনের গল্পগুলো তথা চলচ্চিত্রের দর্শকও ছিল খুদেরা। সেই সঙ্গে ছিল অভিভাবকদের সরব উপস্থিতি। এদেশের সিনেমাহলগুলো যখন দর্শকশূন্য সেই ক্রান্তিকালে খুদে নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনীতে দর্শকদের উপচে পড়া ভিড় নিঃসন্দেহে আশার আলো। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল দ্বিতীয় দিনের চিত্রটা ছিল এমনই। এই ভেন্যুতে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হচ্ছে। এই ভেন্যু ছাড়াও ঢাকায় মোট ৬টি ভেন্যুতে ৫৮টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর