শিরোনাম
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কিশোরীকে পুলিশের মারধরের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

কিশোরীকে পুলিশের মারধরের ভিডিও ভাইরাল

রাজধানীর রাস্তায় এক কিশোরীকে ফেলে পুলিশ সদস্যদের মারধরের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করেন মো. আতিকুর রহমান ফয়সাল নামের এক ব্যক্তি।

ভিডিওতে দেখা যায়, রোড ডিভাইডারের কাছে রাস্তায় পড়ে থাকা কিশোরীকে একের পর এক চড় মারছেন একজন পুলিশ সদস্য। মেয়েটি ওই পুলিশ সদস্যের প্যান্ট ধরার চেষ্টা করছে। এক পর্যায়ে তার মাথার এক পাশে ধাক্কা দিয়ে একদিকে ফেলে দেন ওই পুলিশ সদস্য। এ সময় মেয়েটিকে ঘিরে রাখা আরও দুই পুলিশের একজন হেঁচকা টানে তাকে একদিকে তুলে আনেন। তখন তাদের সঙ্গে থাকা তৃতীয়জন ট্রাফিক পুলিশের সদস্য পাশে পড়ে থাকা ব্যাগ মেয়েটির হাতে দিয়ে রাস্তার একপাশে চলে যেতে বলে। তখন মেয়েটি আবার সড়ক বিভাজকের দিকে যাওয়ার চেষ্টা করলে সেই পুলিশ সদস্য মেয়েটিকে বলেন ‘বাইরে যা’। এক পর্যায়ে মেয়েটি তার ব্যাগ নিয়ে সড়ক বিভাজকের দিকে গেলে এদিকে নজর দিয়ে ভিডিওধারণকারীর দিকে এগিয়ে আসেন পুলিশ সদস্যরা। তাদের একজন বলেন, ‘এই মিয়া, এই! ব্যাপার কি ভিডিও করতেছেন কেন?’ জবাবে তিনি বলেন, ‘আপনেরা মারতেছেন। আমি ভিডিও করতেছি।’ ঘটনাটি বঙ্গভবনের সামনের রাস্তায় ঘটেছে বলে ভিডিওতে দেখা গেছে। গতকাল দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের একজন উচ্চপদস্ত কর্মকর্তা জানান, ‘ওই সময় রাষ্ট্রপতির মুভমেন্ট ছিল। ওই মেয়েটি রাস্তা থেকে সরছিল না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর