শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাবির উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্যরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। শিক্ষক ও সিনেট সদস্যদের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির সংবাদ সম্মেলনে এ দাবি পেশ করেন। শিক্ষক ও সিনেট সদস্যদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে পরবর্তী উপাচার্য না আসা পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখা, এডহক, দৈনিক ও মাস্টার রোল ভিত্তিক নিয়োগ বন্ধ রাখা, বিশেষ বিবেচনায় বাসা বরাদ্দ বন্ধ রাখা, সেশনজটের অভিশাপ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রভৃতি।

লিখিত বক্তব্যে ড. শরীফ এনামুল কবির বলেন, আমরা গণতান্ত্রিক চিন্তাচেতনা ধারণ এবং লালন করি। জাকসু নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে গণতান্ত্রিকধারা অব্যাহত রাখা নির্বাচিত সিনেট সদস্যদের দায়িত্ব।

সর্বশেষ খবর