শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তারেক রহমানের নামে ফেসবুকে ভুয়া পোস্টের নিন্দায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক গণমাধ্যম ফেসবুকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘ভুয়া’ পোস্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল সন্ধ্যায় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান। তিনি বলেন,‘৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে লন্ডন  থেকে একটি ভুয়া পোস্ট দেওয়া হয়েছে। যা নিম্নরূপ : ‘রাজপথ কাঁপাতে নেমে আসুন। ইসলামের পক্ষে জিহাদ করব। এ কারণেই ভারত ক্ষুব্ধ।’ রিজভী আহমেদ বলেন, ‘পোস্টটি সর্বৈব মিথ্যা, বানোয়াট, মনগড়া এবং গভীর ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্তেরই অংশ। এ ধরনের কোনো স্ট্যাটাস তিনি দেননি।

রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে কোনো বিবৃতি দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব অথবা দফতরের অন্য কোনো কর্মকর্তার স্বাক্ষরে নয়াপল্টনের  কেন্দ্রীয় কার্যালয়  থেকে  প্রেরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর