রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর কাছে যত চাওয়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রধানমন্ত্রীর কাছে যত চাওয়া

আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরের সময় রাজশাহীবাসীর পক্ষে ৯ দফা দাবি প্রস্তুত করেছে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ। দাবিগুলোর মধ্যে রয়েছে রাজশাহীতে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা নির্মাণ, দুটি নতুন সরকারি স্কুল, বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রাজশাহী থেকে আবদুলপুর পর্যন্ত রেলের ডাবল লাইন, রাজশাহী-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল। আগেও এসব দাবিগুলো তুলে ধরা হয়েছিল। তবে নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রধানকে নতুন করে তা স্মরণ করিয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তার দুই মেয়াদে রাজশাহীর জন্য অনেক কিছু করেছেন। কিন্তু মানুষের প্রত্যাশার শেষ নেই। তবে দাবিগুলো যেহেতু এ অঞ্চলের মানুষের অনেক দিনের, তাই নতুন করে সেগুলো আবার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এদিকে দলীয় প্রধানের আগমনে জনসমাগম ঘটাতে প্রতিদিনই চলছে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশ। প্রধানমন্ত্রীর জনসভা আগামী সিটি করপোরেশন ও সংসদ নির্বাচনে দলের কর্মীদের মনোবল চাঙা করতে ভূমিকা রাখবে বলে মনে করেন নেতারা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, প্রধানমন্ত্রী যখন কোনো এলাকা সফর করেন, তখন সেই এলাকার নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর জের অনেকদিন থাকে। ফলে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এমন সফর এ অঞ্চলে আওয়ামী লীগের জন্য খুবই উৎসাহজনক।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রীর এই সফর এ অঞ্চলে উন্নয়নে যেমন নতুন বার্তা নিয়ে আসবে, তেমনি আগামী নির্বাচনে নৌকার বিজয়ে ভূমিকা রাখবে। উল্লেখ্য, ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম সফর এটি। এর আগে ২০১১ সালের ২৪ নভেম্বর রাজশাহীর মাদ্রাসা ময়দানে, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বাগমারায় এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে, গত বছরের ১৪ সেপ্টেম্বর পবার হরিয়ানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা। এরপরই মাদ্রাসা মাঠের জনসভায় আসছেন প্রধানমন্ত্রী।

 

সর্বশেষ খবর