রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অধিকার পেল হরিজন সম্প্রদায়

সার্টিফিকেট দেবে এলাকার জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষে হরিজন সম্প্রদায়ের সনদ প্রদানকারী কর্তৃপক্ষ নির্ধারিত হয়েছে। এখন থেকে নিজ নিজ এলাকার মেয়র, কাউন্সিলর ও স্থানীয় চেয়ারম্যানরা ‘জাত হরিজন’ সনদ বা সার্টিফিকেট দিতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিচ্ছন্ন কর্মী নিয়োগের ক্ষেত্রে ‘জাত হরিজন সনদ’ প্রদানকারী নির্ধারণের বিষয়ে বলা হয়েছে, পৌরসভা, সিটি করপোরেশনসহ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ‘পরিচ্ছন্ন কর্মী’ নিয়োগের ক্ষেত্রে হরিজন সম্প্রদায়কে ‘জাত হরিজন সনদ’ প্রদানের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান, পৌরসভার ক্ষেত্রে মেয়র এবং সিটি করপোরেশনের ক্ষেত্রে কাউন্সিলর উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে।

প্রসঙ্গত, ‘জাত হরিজন’ নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা, চিঠি দেওয়া-নেওয়াসহ নানাবিধ প্রশ্নের উৎপত্তি হয়েছিল। এ নিয়ে রেলপথ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে পরিচ্ছন্ন কর্মী বা সুইপার নিয়োগে ‘জাত হরিজন’ সম্প্রদায় নিয়ে জটিলতা চলছিল। বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে নানা অনিয়ম-দুর্নীতি প্রকাশ্য হয়ে উঠেছিল। এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী আবদুল হাই গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলওয়ের পরিচ্ছন্ন কর্মী বা সুইপার নিয়োগের বিষয়ে ‘জাত হরিজন’ সম্প্রদায় নির্ধারণের বিষয়ে কারা সনদ প্রদান করতে পারবেন— এমন একটি প্রজ্ঞাপন বা চিঠি পেয়েছি। এতে সরকারিভাবে নিয়োগে ‘জাত হরিজন’ নির্ধারণে স্পষ্টভাবে বলা হয়েছে কারা সনদ দিতে পারবেন। এতে আমাদের নিয়োগের কাজ করতে অনেক সুবিধা হবে। তিনি বলেন, রেলমন্ত্রীর নির্দেশনায় স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যেই রেলের সব ধরনের নিয়োগ শেষ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা শেষও হয়েছে। তাছাড়া পরিচ্ছন্ন কর্মী পদে ৮০ শতাংশ হরিজন সম্প্রদায়কে নিশ্চিত করার নির্দেশনাও রয়েছে।

সর্বশেষ খবর