রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খালেদাকে ‘কারাগারের রোজনামচা’ পড়ার পরামর্শ মেননের

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটি পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বইটি পড়লে খালেদা জিয়া বুঝতে পারবেন, বাংলাদেশের স্বাধীনতা আনতে বঙ্গবন্ধুসহ রাজনৈতিক নেতারা জেলে কী ধরনের জীবন যাপন করেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, কারাগারে রাজনীতিবিদেরা যেভাবে থাকেন, সে তুলনায় বিএনপি চেয়ারপারসন প্রথম দিন থেকেই রানির হালে আছেন। তিনি বলেন, ‘কারাগারে কেউ বাইরে থেকে ব্যক্তিগত পরিচারিকা পান, তা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জানা নেই। আর কেউ যদি ডিভিশনের আবেদন না করেই ডিভিশন দেওয়া হয়নি বলে প্রচার পেতে চান, তাহলে আর কিছুই বলার থাকে না। মূলত এসব কথা বলার আড়ালে খালেদা জিয়ার দুর্নীতিকেই আড়াল করার চেষ্টা করা হচ্ছে।’ মেনন বলেন, দুর্নীতি দুর্নীতিই। দুর্নীতির কোনো লঘু বা গুরুদণ্ড নেই। এ কারণে খালেদা জিয়ার সাজা নিয়ে মায়াকান্না করার কোনো অবকাশ নেই। সংঠনের সভাপতি নুর উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ হাওলাদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হামিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। মেনন বলেন, আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে লাখ লাখ মানুষ মারা যাবে। নৈরাজ্য সৃষ্টি হবে। বিএনপি বাংলাদেশকে ইন্দোনেশিয়ার মতো বানাতে চায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বস্তি ও বাস্তুহারাদের পুনর্বাসন করা হবে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে সন্ত্রাস-দুর্নীতি হবে। নির্বাচনে জয়ী হয়ে তারা কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সম্পদ গড়বে। আর মারা যাবে বস্তির ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। তাই নিজেদের স্বার্থে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেল অস্বাভাবিক কিছু নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে তার পদ হারিয়েছেন। দুর্নীতি দমন ব্যুরো নওয়াজ শরিফের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিভিন্ন দেশে দুর্নীতির দায়ে নেতাদের বিচার হচ্ছে। দুর্নীতির দায়ে খালেদা জিয়ার বিচার ও জেলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।

সর্বশেষ খবর