রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
আলোচনা সভায় অভিমত

শিশুদের জন্য পৃথক আদালত থাকা উচিত

নিজস্ব প্রতিবেদক

শিশুদের জন্য আদালত পৃথক হওয়া উচিত। কারণ তাদের জন্য ভিন্ন পরিবেশ প্রয়োজন। শিশু আদালতের পরিবেশ শিশুদের উপযোগী করতে হবে। থানায় শিশুবান্ধব ডেস্ক থাকতে হবে। শিশুদের ক্ষেত্রে আইন প্রয়োগেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সহানুভূতিশীল হতে হবে। শিশু আইন ২০১৩ এবং কার্যকর বাস্তবায়নের ওপরে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় গতকাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে এর আয়োজন করে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অন চিলড্রেন রাইটস।

সর্বশেষ খবর