রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় জমকালো কনসার্টে মাতোয়ারা দর্শক-স্রোতা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় জমকালো কনসার্টে মাতোয়ারা দর্শক-স্রোতা

হলো না তোমাকে নিয়ে আর আকাশের ওই নীলে...বিশ্বাসে আলো জ্বেলে। মেকানিক্স ব্যান্ডের মনকাড়া সুরে হিল্লোল তুলল দর্শকদের মনে। আধুনিক বাদ্যের সরগরম আওয়াজের তালে নেচে উঠল দর্শকরা। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই কনসার্টের আয়োজন করা হয়। বিশ্বখ্যাত ব্র্যান্ড হোন্ডার নতুন মডেলের উদ্বোধন উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়। আইসিসিবির এক্সপো জোনে জমকালো আলোকসজ্জায় অনুষ্ঠানস্থল পরিণত হয় উত্সবে। সকাল ১০টা থেকে শুরু হয় অনুষ্ঠান। কনসার্টে মেকানিক্স ছাড়াও সংগীত পরিবেশন করে দেশের স্বনামধন্য ব্যান্ড ভাইকিংস এবং মেটালমেজ। এ ছাড়াও আয়োজন করা হয়েছে ডিজের। কনসার্ট এবং নতুন মোটরসাইকেলের প্রদর্শনী দেখতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। মোটরবাইকে আরও বেশি গতি আনতে বিশ্বখ্যাত হোন্ডা কোম্পানি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন মডেল সিবি হর্নেট ১৬০ আর। রো-রিয়েল-রিপড অ্যান্ড রকিং শিরোনামে এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তিনটি ভিন্ন রঙের নজরকাড়া ডিজাইনের এই মোটরসাইকেল আনা হয় অনুষ্ঠানস্থলে। নতুন বাইক নিয়ে বাইক প্রেমীদের থাকে নানা জল্পনা-কল্পনা। তাই মোটরসাইকেলটির সার্ভিস কেমন তা যাচাই করে দেখার সুযোগ রাখা হয়েছে এই অনুষ্ঠানে। টেস্ট রাউড নামে এই প্রোগ্রামে দর্শকরা চাইলেই কিছুক্ষণ চালিয়ে দেখতে পারেন নতুন মডেলের মোটরসাইকেলটি। এ ছাড়াও কীভাবে মোটরসাইকেল চালাতে হয় তার প্রশিক্ষণ রাখা হয়েছে এই অনুষ্ঠানে। জিমখানা নামে চালু এই প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষক এসেছেন থাইল্যান্ড থেকে।

দুর্ঘটনা এড়িয়ে সাবধানে এবং সাবলীল চলাচলের দক্ষতা বৃদ্ধিতে অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের প্রশিক্ষণ দিতে দেখা যায় তাদের। মনকাড়া সংগীত আর নানা আয়োজনে হোন্ডার নতুন ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় জনসমুদ্রে। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই বাড়তে থাকে দর্শকের ঢল।

সর্বশেষ খবর