রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কোটা সংস্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক

বিসিএসসহ সব পাবলিক পরীক্ষায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাকরিপ্রার্থীরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে রাস্তা অবরোধ করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এ দাবি জানায়? পরিষদের আহ্বায়ক ইমরান হোসেন বলেন, ‘৫৬ শতাংশ কোটার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও মেধাবীরা চাকরি পাচ্ছে না। তারা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারে, এজন্য কোটা সংস্কারের দাবি জানাই। আমরা কোটার বিপক্ষে নই। কোটাবৈষম্য দূর করতে হবে। চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। সর্বোচ্চ কোটা ১০ শতাংশ রাখতে হবে।’ সমাবেশের আগে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল করেন।

 কর্মসূচি চলাকালে শাহবাগ, টিএসসি, হাই কোর্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে কোটা বহাল রাখার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শাহবাগ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।

 

সর্বশেষ খবর