বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খোলা আকাশের নিচে বিষাক্ত ইউরিয়া সার

অ্যামোনিয়ার গন্ধে টেকা দায় দেখা দিচ্ছে নানা রোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

খোলা আকাশের নিচে বিষাক্ত ইউরিয়া সার

রাজশাহী নগরীর শিরোইলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রির (বিসিআইসি) সারের বস্তার স্তূপ দিনের পর দিন পড়ে আছে খোলা আকাশের নিচে। রোদ-বৃষ্টিতে সার গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস। গুদামের আশপাশে বসবাসরত মানুষের শরীরে দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা। সেই সঙ্গে জ্বলে চোখ, পানি ঝরে অবিরাম। সার গুদামের সামনে দিয়ে গেলে ঝাঁজালো দুর্গন্ধের কারণে হাঁচিও শুরু হচ্ছে। বিষাক্ত এই দুর্গন্ধের কারণে স্থানীয়রা এখন এলাকায় টিকতে পারছেন না। গতকাল গুদামটিতে গিয়ে দেখা যায়, গুদামের ভিতরে জায়গা না হওয়ায় পশ্চিম পাশে খোলা আকাশের নিচে সারের বস্তা স্তূপাকারে রাখা হয়েছে। শ্রমিকরা জানান, বছরের বেশির ভাগ সময় এভাবে সার বাইরে পড়ে থাকে। এতে তারাও তীব্র দুর্গন্ধ পান। কিন্তু পেটের তাগিদে তারা এখানে কাজ করেন। এখানে কাজ করে অনেকে নানা রোগে আক্রান্ত হয়েছেন বলেও জানান তারা। জানা গেছে, গুদামে বছরের বেশির ভাগ সময়ই ধারণক্ষমতার অতিরিক্ত ইউরিয়া সার মজুদ থাকে। তাই সব সার গুদামের ভিতরে রাখা যায় না। বাধ্য হয়েই এসব বস্তা গুদামের বাইরে রাখতে হচ্ছে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার পরিষদের রাজশাহীর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা বদরুল ইসলাম বলেছেন, এই দুর্গন্ধ এবং চোখ জ্বালার কারণ অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া ও কার্বনডাই অক্সাইড গ্যাস দিয়েই প্রস্তুত হয় ইউরিয়া সার। এই সার গলতে শুরু করলে শুধু দুর্গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এটিই তখন বাতাসের সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ে। রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা জানিয়েছেন, অ্যামোনিয়া বেশ বিপজ্জনক গ্যাস। এ গ্যাসে আক্রান্ত হলে তা ফুসফুস ও বুকে ছড়িয়ে যেতে পারে। এর প্রভাবে কাশি, বুকে ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট হয়। এদিকে রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এই সার গুদামটি অন্যত্র স্থানান্তরের দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে সোমবার বিকালে তারা সংবাদ সম্মেলনও করেছেন। তবে গুদামের ইনচার্জ আবু বকর সিদ্দিক এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তবে দুর্গন্ধ ছড়ানোর ব্যাপারে এলাকার কেউ আমার কাছে কোনো অভিযোগ করেননি।

সর্বশেষ খবর