বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাজারে জাটকার ছড়াছড়ি

নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন শত শত নৌকা ও ট্রলার নদীতে নামছে

মোস্তফা কাজল

বাজারে জাটকার ছড়াছড়ি

নিষিদ্ধ সময়ে রাজধানীর নিত্যপণ্যের বাজারে দেদার বিক্রি হচ্ছে জাটকা। দেশে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই চলছে জাটকা নিধন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা, চাঁদপুরের মেঘনা, পিরোজপুরের সন্ধ্যা, ঝালকাঠির বলেশ্বর, ভোলার বড় বড় নদীতে অবাধে জাটকা ধরা হচ্ছে। জাটকা সংরক্ষণ সপ্তাহে নদীতে নৌকা বা মাছ ধরা ট্রলার নামানোর ওপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন শত শত নৌকা ও ট্রলার নদীতে নামছে। এর জন্য কর্তৃপক্ষের তদারক ও পর্যাপ্ত প্রচারণার অভাবকেই দায়ী করছেন মৎস্য পেশাজীবী, ব্যবসায়ী ও আড়তদাররা। ‘জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’ স্লোগান সামনে রেখে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৮। ইলিশ রক্ষার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার, চলবে ২ মার্চ পর্যন্ত। জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাটকা সংরক্ষণে সবকিছুই করছে বর্তমান সরকার। সাধারণ মানুষকে সচেতন করতেই এ সপ্তাহ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের কালিরখিল মাঠে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল সরেজমিন রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বনানীর বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ অধ্যুষিত বেশকিছু বাজারে অবাধে জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। জেল-জরিমানার তোয়াক্কা না করেই তারা জাটকা বিক্রি করছেন। আর অসাধু ব্যবসায়ীরা কৌশলে রাজধানীর বিভিন্ন বাজারে এসব জাটকা বিক্রির জন্য তৎপরতা চালাচ্ছেন। মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে যেসব কর্মসূচি পালন করা হচ্ছে, তার খবরই জানেন না তারা। তাদের দাবি, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে তেমন একটা প্রচার-প্রচারণাও নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর