বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মশা মারতে ঢাকা উত্তর সিটির হটলাইন

নিজস্ব প্রতিবেদক

মশার উপদ্রব কমিয়ে নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হটলাইন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ০১৯৩২৬৬৫৫৪৪ হটলাইন নম্বরটিতে ফোন করলে ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকায় মশা মারার ওষুধ ছিটানো হবে বলে জানিয়েছে ডিএনসিসি। ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএনসিসির আওতাধীন এলাকা এই প্রোগ্রামের আওতাভুক্ত। মশার উপদ্রব বাড়লে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নম্বরে যে কেউ ফোন করতে পারবেন। এলাকার ঠিকানা জানালে ২৪ ঘণ্টার মধ্যে ওই জায়গায় মশার ওষুধ ছিটাবে কর্তৃপক্ষ। এ ছাড়া ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া মশক নিধন ক্রাশ প্রোগ্রামের মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। প্রয়োজনে ক্রাশ প্রোগ্রামের মেয়াদ আরও বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সর্বশেষ খবর