শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা
হাই কোর্টের রুল

সোহরাওয়ার্দীতে কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়

নিজস্ব প্রতিবেদক

’৭১ এর ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যে স্থানে মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই স্থানে বঙ্গবন্ধুর বক্তব্যদানরত ভাস্কর্য নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। গতকাল এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে আগামী দুই সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব ও সাংস্কৃতিক সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার লুত্ফুন কাদের ও অ্যাডভোকেট খুরশিদা আক্তার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

সর্বশেষ খবর