শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
নারায়ণগঞ্জে ক্লিনিকে রোগীর মৃত্যু

দুই চিকিৎসকসহ আটক ৫, ভাঙচুর

প্রভাবশালী ও পুলিশের মীমাংসা চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বারের মেডিস্টার জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। ক্লিনিকে চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। এ ঘটনায় দুই চিকিৎসক, নার্সসহ ক্লিনিক কর্তৃপক্ষের পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ৩টায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম সাবিহা তাসমিয়া ঝুমা (২৪)। সে উত্তর মাসদাইরের গাবতলী এলাকার কামরুল হাসান শরীফের স্ত্রী। ঝুমার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। আটক পাঁচজন হলেন— ডাক্তার অমল কুমার, ডাক্তার বদরুদ্দোজা, নার্স লাকী, ঝর্ণা ও মৌসুমী। অন্যদিকে রোগীর দুই বছরের শিশু পুত্র মা ঘুমিয়ে আছে ভেবে মৃত মায়ের পাশে গিয়ে জাগানোর চেষ্টা করছিল। বার বার কাঁদছিল শিশুটি। এ সময় ক্লিনিকে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নিহত ঝুমার স্বামী কামরুল হাসান শরীফ জানান, ‘তার স্ত্রী ঝুমা প্রায় ১০ মাস ধরে অমল রায়ের তত্ত্বাবধানে ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঝুমার প্রসব বেদনা উঠলে তাকে মেডিস্টার জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানোর পর সকাল ৭টা ২০ মিনিটে ডাক্তার অমল কুমারের তত্ত্বাবধানে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সকাল ১১টায় অত্র হাসপাতালের ডাক্তাররা বোর্ড মিটিংয়ে বসে জানান, রোগীর রক্তক্ষরণ হচ্ছে, তার জরায়ু কেটে ফেলতে হবে। এ সময় আমরা সাত ব্যাগ রক্ত সংগ্রহ করি। পরে দুপুর ২টায় জানানো হয় রোগিণীর মৃত্যু হয়েছে।’ তিনি অভিযোগ করেন, এটি একটি হত্যাকাণ্ড।

সর্বশেষ খবর