শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রেস ক্লাবে দুই কৃতী নারীকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রেস ক্লাবে দুই কৃতী নারীকে সম্মাননা

সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখায় দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও সাপ্তাহিক বেগমের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানমকে সম্মাননা প্রদান করছেন জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন —বাংলাদেশ প্রতিদিন

উন্নত বিশ্ব গড়তে চাই নারী-পুরুষের সমতা। ঐক্যবদ্ধ হয়ে নারীদের সুখ-দুঃখের কথা বলতে হবে এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে জাতীয় প্রেস ক্লাব। গতকাল জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স রুমে প্রেস ক্লাব আয়োজিত নারীর অগ্রগতিতে গণমাধ্যম, সম্মাননা ও অভিজ্ঞতা বিনিময় শীর্ষক অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ জ্বেলে সাংবাদিক এবং বিভিন্ন পেশার নারীদের নিয়ে এর উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখায় দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও সাপ্তাহিক বেগমের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানমকে সম্মাননা প্রদান করা হয়। সাঈদা খানম নিজে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন। তাসমিমা হোসেন দেশের বাইরে থাকায় তাকে অন্য একদিন অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের আরও সংগ্রামী হতে হবে। তিনি বলেন, নারীদের প্রচণ্ড লড়াই-সংগ্রাম ও প্রতিবন্ধকতা অতিক্রম করে কাজ করতে হচ্ছে। পুরুষদের মুখে প্রায়ই শোনা যায়, নারীরা দুর্বল। নারীদের নারী না ভেবে মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে কেন দাঁড়াতে পারি না? নারীদের পথচলার পথে ভাইয়েরা কাঁটা বিছান কেন? বিভিন্ন ক্ষেত্রে নারীদের সংগ্রাম করে এগিয়ে যেতে হচ্ছে। নারীদের পথচলার ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, নারীদের সংগ্রামী হতে হবে। যতই বাধা আসুক তা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। যত দিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের সংবেদনশীলতা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও নারী অধিকার কর্মী দিল মনোয়ারা মনু। প্রেস ক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক শারমীন রিনভীর সঞ্চালনায় এতে দৈনিক মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী, চ্যানেল আইয়ের পরিচালক কণা রেজা, উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু, সিনিয়র সহসভাপতি রোজী ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য রোজিনা ইসলাম, ইয়ং চেম্বার অব কমার্স ইন্টারন্যাশনালের সভাপতি রাজু আলীম প্রমুখ বক্তব্য দেন। কবিতা পাঠ করেন সাংবাদিক রওশন ঝুনু ও দৌলত আক্তার মালা। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল বিভিন্ন নারী সংগঠন নারী দিবসের কর্মসূচি পালন করে।

সর্বশেষ খবর