শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রাবির বাংলা বিভাগের অ্যালামনাই শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের দুই দিনব্যাপী অ্যালামনাই সম্মিলন শুরু হয়েছে। গতকাল সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে পতাকা উত্তোলন, অ্যালামনাই সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে সম্মিলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক। দুপুরে শিক্ষার্থীদের মাঝে অধ্যাপক ড. মাজহারুল ইসলাম কলাবিদ পুরস্কার, মোল্লাহ এবাদত হোসেন গবেষণা সাহিত্য স্মৃতি পদক, কবি মোস্তাক দাউদী লিটল ম্যাগাজিন পুরস্কার, নাট্য বিষয়ে কৃতিত্বের জন্য নাট্যশিল্পী আজিজুর রহমান  স্মৃতি পুরস্কার, কবিতা গল্প ও সৃজনশীল লেখালেখির জন্য শাহিদা পারভীন স্মৃতি পদক ও স্নাতক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও প্রথম বর্ষে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া শিক্ষার্থী সেতু বেগমকে গ্রন্থ প্রেমিক আবু বাকার পদক তুলে দেন বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান।

সর্বশেষ খবর