শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফারমার্স ব্যাংক তছরুপকারীদের শাস্তি হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ফারমার্স ব্যাংকের তহবিল যারা তছরুপ করেছে তাদের অবশ্যই শাস্তি হবে। তহবিল তছরুপের সঙ্গে জড়িতদের পরিচালনা পর্ষদ থেকেও বের করে দেওয়া হবে। ব্যাংকটির মূলধন বাড়ানোর জন্য অন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। মালিকানার শর্তে তারা মূলধন জোগান দেবে। মূলধন জোগান দেওয়া ব্যাংকগুলো ৬০ শতাংশ মালিকানা নেবে, আর এখনকার মালিকদের থাকবে ৪০ শতাংশ মালিকানা।’

গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত থিংকট্যাঙ্কদের সঙ্গে আগামী ২০১৮-২০১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সভায় বিআইডিএস মহাপরিচালক ড. কে এ এস মুরশিদ, পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর