শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দেড় বছরের মধ্যে শেয়ারবাজারে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ২৭৩ কোটি টাকা। ২০১৬ সালের ১১ জুলাইয়ের পর যা সর্বনিম্ন। তবে সপ্তাহের শেষ দিন শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে। হাত বদল হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসইর বাজার চিত্রে দেখা গেছে, গত এক মাস ধরে অংশীদারি বিনিয়োগ নিয়ে ডিএসইতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। শেয়ার সূচক কয়েকদিনের ব্যবধানে প্রায় ৩০০ পয়েন্ট কমে যায়। লেনদেন পরিস্থিতিও একইভাবে কমতে শুরু করে। এই প্রবণতা থেকে গতকাল দেড় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে লেনদেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর