শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ডিএসইতে পাঁচ দিনের মধ্যে চার দিনই কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

ডিএসইতে পাঁচ দিনের মধ্যে চার দিনই কমেছে সূচক

শেয়ারের দর ক্রমেই কমছে। তবে বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে আগের সপ্তাহ থেকে প্রায় ৫০০ কোটি টাকা। ডিএসইতে সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচক কমেছে। শেষদিনে সূচক ১০৮ পয়েন্ট বাড়ে। চার দিনে সূচক কমেছে ৯০ পয়েন্টের বেশি। শেষদিনে এসে কিছুটা বাড়লেও সপ্তাহের অন্যান্য দিন ৩০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক কমেছে, বেড়েছে লেনদেন।  জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৩ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৮৫ টাকার। যা আগের সপ্তাহ থেকে ৪৮৫ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৬৬৫ টাকা বা ২৭.৪৫ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৭৫০ টাকার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৮৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২৩.৭৫ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১০৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩১৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির বা ৩২ শতাংশের, কমেছে ২০২টি বা ৫৯ শতাংশের এবং অপরিবর্তিত থাকে ৯টির বা ৯ শতাংশের। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮১টির বা ২৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৫টির বা ৬৩ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টির বা ৮ শতাংশের। সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়ছে ১০৫ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৮১৫ টাকা। যা আগের সপ্তাহ থেকে ১৩ কোটি ২৭ লাখ ৯৮ হাজার ৭৭৮ টাকা বা ১৪ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর