শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

উত্তরা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট বাসের উপযুক্ত করার আগেই হস্তান্তর

মালিক সমিতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বসবাসের উপযোগী না করেই হস্তান্তরের অভিযোগ করেছে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সমিতির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুকসুদ আলম খান মুকুট, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার দেব প্রমুখ। হামিদুর রহমান বলেন, প্রকল্পভুক্ত কোনো ফ্ল্যাটই এখনো বসবাসের উপযোগী নয়। এমনকি ওই এলাকাও বসবাসের উপযোগী নয়। এসব ভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি, লিফট সেভাবে নেই। সমিতির পক্ষ থেকে ফ্ল্যাট হস্তান্তরের সময় থেকে ইউটিলিটির টাকা আদায়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার ১ বছরের মধ্যে ৫ম কিস্তির টাকা পরিশোধের সময়সীমা পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। এ সময় সমিতির পক্ষ থেকে বসবাস উপযোগী ফ্ল্যাট বিষয়ক দাবিগুলোর পাশাপাশি উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে মিরপুর ১১ নম্বরের মধ্যকার রাস্তা দ্রুত নির্মাণের দাবি জানানো হয়। দাবিগুলো আদায় না হলে আগামী ২০ এপ্রিল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১০ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর