শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

মোস্তফা মতিহার

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসবের রং সর্বস্তরে ছড়িয়ে দিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ বরণে বরাবরের মতো ব্যস্ত সময় কাটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ষবরণে এবারের স্লোগান বেছে নেওয়া হয়েছে সাঁইজির গানের লাইন থেকে, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। এ উপলক্ষে জয়নুল আর্ট গ্যালারির সামনের উন্মুক্ত প্রাঙ্গণে পুতুল, মাটির সরা ও পেপার ওয়ার্কস নিয়ে ব্যস্ত রয়েছেন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে জয়নুল আর্ট গ্যালারির ভিতরে পেপার মাস্ক ও বিভিন্ন লোকজ মোটিভের কাজে ব্যস্ত আছেন একই অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আর বকুলতলার জয়নুল শিশু নিকেতনে পাখি, মাছ, বিভিন্ন ধরনের মাস্ক নির্মাণে দম ফেলার ফুরসত পাচ্ছেন না দায়িত্বরতরা। গতকাল বিকালে চারুকলা অনুষদ সরেজমিন অনুসন্ধানে গিয়ে এ চিত্র দেখা গেছে।

‘বাংলাদেশ-ভারত আবৃত্তি উৎসব’ : দুই বাংলার আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ-ভারত আবৃত্তি উৎসব’। ত্রিলোক বাচিক পাঠশালার আয়োজনে গতকাল সন্ধ্যার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে আবৃত্তি করেন বাংলাদেশের সৈয়দ হাসান ইমাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রূপা চক্রবর্তী, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, নাজমুল আহসান, মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাসুম আজিজুল বাসার, সামসুজ্জামান বাবু, মুজাহিদুল ইসলাম ও ফারুক তাহের এবং পশ্চিমবঙ্গের মুনমুন মুখার্জি, দেবাশিস চক্রবর্তী, অঞ্জল চট্টোপাধ্যায়, স্মিতা ভট্টাচার্য, ঐশ্বর্য বসু, সেলিম দুরানী বিশ্বাস ও আবেদীন হক আদি। গান ও কবিতার যুগলবন্দী : শিল্পী শাহীন সামাদ ও আবৃত্তিকার বেলায়েত হোসেনের অংশগ্রহণে স্বাধীনতার গান ও কবিতার যুগলবন্দী আয়োজন করেছে জাতীয় জাদুঘর। গতকাল সন্ধ্যায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনের এই যুগলবন্দী আয়োজনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ গেয়ে শোনান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর