মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ইন্টার্ন চিকিৎসকদের আচরণ নিয়ন্ত্রণে বিধিমালা প্রয়োগ নিয়ে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের উচ্ছৃঙ্খল আচরণ বন্ধে বিদ্যমান পেশাগত আচরণসংক্রান্ত বিধিমালা কেন যথাযথভাবে প্রয়োগ করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল হাই কোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ হাসান যুবায়ের। সঙ্গে ছিলেন আইনজীবী তানজিম আল ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।

সর্বশেষ খবর