মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
’৯৬-এর শেয়ার কেলেঙ্কারি

আত্মসমর্পণের নির্দেশ আরও তিনজনকে

নিজস্ব প্রতিবেদক

১৯৯৬ সালের আলোচিত শেয়ার কেলেঙ্কারির এক মামলায় বিচারিক আদালতে খালাসপ্রাপ্ত চট্টগ্রাম সিমেন্ট ক্লিংকার গ্রেইন্ডিং কোম্পানি লিমিটেডের তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। খালাসের রায় বাতিল চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়। তবে আত্মসমর্পণের পর তাদের জামিন বিবেচনা করতে বলেছে হাই কোর্ট। তারা হলেন— চট্টগ্রাম সিমেন্ট কোম্পানির চেয়ারম্যান আবু তৈয়ব এবং দুই পরিচালক এ এস শহীদুল হক বুলবুল ও রাকিবুর রহমান। এর আগে গত ৩ এপ্রিল এই ঘটনায় আরও আটজনকে আত্মসমর্পণ করতে বলেছিল হাই কোর্ট। আদালতে বিএসইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল   মো. খুরশীদুল আলম। পরে খুরশীদুল আলম বলেন, বিচারিক আদালতের খালাসের রায় বাতিল চেয়ে আবেদন করেছিল বিএসইসি। আদালত খালাসপ্রাপ্তদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে রুল জারি করেছে। রুলে খালাসের ওই রায় কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট। এ ছাড়া ওই মামলার নথিও তলব করা হয়েছে। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় করা মামলায় গত বছরের শুরুর দিকে পুঁজিবাজারের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনালের বিচারক ওই কোম্পানি এবং কোম্পানির চেয়ারম্যান আবু তৈয়ব এবং দুই পরিচালক এ এস শহীদুল হক বুলবুল ও রাকিবুর রহমানকে খালাস দেয়। ওই রায় বাতিল চেয়ে বিএসইসি হাই কোর্টে আবেদন করে।

সর্বশেষ খবর