মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাস চাপায় আহত আয়েশার চিকিৎসা নিশ্চিতে তিন সচিবকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেটে বিকাশ পরিবহনের দুই বাসের চাপায় পড়ে হাড় ভাঙা গৃহবধূ আয়েশা খাতুনের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের তিন সচিবকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। প্রয়োজন হলে তাকে বিদেশে চিকিৎসা করানোরও নির্দেশনা রয়েছে আদেশে। গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। মাজেদুল ইসলাম পাটোয়ারী ও সৈয়দ হাসান জোবায়ের নামের দুই আইনজীবী ওই ঘটনায় ৭ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর এ আদেশ আসে। আদেশে চিকিৎসা ব্যয় বিকাশ পরিবহনকে বহন করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই দুই চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলে বিআরটিএ’কে নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া আহত আয়েশা খাতুনের শারীরিক অবস্থা কী এবং তার চিকিৎসার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আদালতকে আগামী ৬ মের মধ্যে জানাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে আদালত। ৮ মে পরবর্তী আদেশের দিন নির্ধারণ করা হয়েছে। রাজধানীর ঢাকা কলেজের সামনের রাস্তায় ৫ এপ্রিল সকালে বিকাশ পরিবহনের দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতায় মেরুদণ্ডের হাড় ভেঙেছে আয়েশার।

সর্বশেষ খবর