শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আইডব্লিউএমের সঙ্গে সিসিকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন এলাকায় সুয়ারেজ সিস্টেম (পয়ঃনিষ্কাশন) চালু করতে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সিসিকের পক্ষে মেয়র আরিফুল হক চৌধুরী ও আইডব্লিউএমের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন। এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আইডব্লিউএমের সঙ্গে প্রাথমিক এই চুক্তির মাধ্যমে নগরীর সুয়ারেজ সিস্টেম চালুর সূচনা হলো মাত্র।

 আইডব্লিউএম আগামী ২২ মাসের মধ্যে সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডের সুয়ারেজ সিস্টেমের একটি মাস্টার প্ল্যান তৈরি করবে। এরপর সিটি করপোরেশন তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।

আইডবিস্নউএমের নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন জানান, আমাদের দেশে জায়গা কম মানুষ বেশি। তাই বহুতল ভবন নির্মাণ করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে সকল নতুন ভবনে নিজস্ব সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট রাখতে হবে। উন্নত বিশ্বে এটা প্রচলিত, ট্রিটমেন্ট প্লান্টে প্রক্রিয়াজাত করে সেই পানিটা গার্ডেনিংয়ে ব্যবহার করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিসিকের সচিব বদরুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আমীন, আবদুল আজিজ, শামছুল হক পাটোয়ারী, আইডব্লিউএমের পরিচালক মাহবুবুর রহমান, তন্ময় চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর