শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতায় প্রেস ক্লাব সদস্য সন্তানরা

নিজস্ব প্রতিবেদক

ঘড়ির কাঁটায় সকাল ১০টা। জাতীয় প্রেস ক্লাব চত্বর মুখরিত শিশু-কিশোরদের কলতানে। শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ ও দ্রুত পঠন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জাতীয় প্রেস ক্লাব সদস্য সন্তানদের এই আগমন। শিশু-কিশোর বয়স থেকে শুদ্ধভাবে দ্রুত বাংলা পড়া-লেখা এবং উচ্চারণের চর্চাকে এগিয়ে নিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

নির্ধারিত সময়ে তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বিপুলসংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণে ‘এসো পড়ি লিখি শিখি’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয় এ প্রতিযোগিতা। প্রেস ক্লাব সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাব লাইব্রেরি উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম, সদস্য রফিকুল বাসার প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের সন্তানদের মেধা বিকাশ এবং দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের অনুষ্ঠান সহায়ক ভূমিকা রাখে। এ কারণে ধারাবাহিকভাবে এরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে জরুরি। এ ধরনের ব্যতিক্রমে আয়োজনে উৎসাহ দিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক-গ্রুপে প্রথম হয়েছেন লাবিবা আকরাম, দ্বিতীয় কথিকা আলী রিপা এবং তৃতীয় এস এম জাহিন। খ-গ্রুপে প্রথম হয়েছেন অতুলা আজম, দ্বিতীয় নূর সাহিফা শৈলী এবং তৃতীয় বিজয়ী মাইশা তাসমিমা। গ-গ্রুপে বিজয়ীদের মধ্যে প্রথম আশরাফুল আজম, দ্বিতীয় আযিযাহ মুবাশ্বিরা এবং তৃতীয় হয়েছেন মুশফিক আরা তিন্নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর