শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

‘হাছনজানের রাজা’র উদ্বোধনী মঞ্চায়ন

সাংস্কৃতিক প্রতিবেদক

‘হাছনজানের রাজা’র উদ্বোধনী মঞ্চায়ন

হাছন রাজাকে নিয়ে নতুন নাটক ‘হাছনজানের রাজা’র উদ্বোধনী মঞ্চায়ন করেছে নাটকের দল প্রাঙ্গণেমোর। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। শাকুর মজিদ রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন অনন্ত হীরা। ‘হাছনজানের রাজা’ নাটকটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন, রুমা প্রমুখ। আজ শনিবার সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ২য় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

‘সৃষ্টি শান্তি বিস্ময়’ প্রদর্শনী : নুসরাত জাহান নাজলীর চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হলো ‘সৃষ্টি, শান্তি এবং বিস্ময়’ শিরোনামের প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এগারো দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনিসুল হক। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। ৩০ এপ্রিল শেষ হবে ৩০টি চিত্রকর্ম দিয়ে সাজানো এই প্রদর্শনী। অন্যদিকে গতকাল সন্ধ্যায় উত্তরার গ্যালারি কায়ায় শিল্পী কামালউদ্দিনের ‘অন্তদর্শন’ শিরোনামের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। ৪ মে শেষ হবে ৪০টি চিত্রকর্ম দিয়ে সাজানো পক্ষকালব্যাপী এই প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর