শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আপিল শুনানি শুরু হচ্ছে আজ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত আপত্তি আবেদনের শুনানি আজ ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। ২১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে সব আপিল আবেদন শুনানি শেষে ৩০ এপ্রিলে চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে ইসির। নির্বাচন ভবনে দিনব্যাপী বিভাগওয়ারি এসব শুনানি হবে। ইসির কর্মকর্তারা বলেছেন, আজ ২১ এপ্রিল : রংপুর, রাজশাহী, বরিশাল। ২৩ এপ্রিল : খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ। ২৪ এপ্রিল : চট্টগ্রাম বিভাগ ও ২৫ এপ্রিল : ঢাকা বিভাগের শুনানি হবে। ইসি সচিব জানান, এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪০টি আসনে পরিবর্তন এনেছে কমিশন। বাকি ২৬০টি আসনে দশম সংসদের সীমানা বহাল রাখা হয়। কিন্তু আপত্তি আবেদন এসেছে ৬০টি আসনের বিষয়ে। ৬০টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে ৪০৭টি আবেদন পড়ে; বাকি ২২৪টি আবেদন ইসির প্রস্তাবিত সীমানার পক্ষে সমর্থন জানিয়েছে। বর্তমান সীমানা পরিবর্তন চেয়ে আবেদনের মধ্যে রংপুরে ৬২টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৪৩টি, বরিশালে ৮টি, ঢাকায় ৮২টি, সিলেটে ১৩২টি ও চট্টগ্রামে ৩২টি। তবে ময়মনসিংহে কোনো আপত্তি আবেদন পড়েনি। গত ১৪ মার্চ ১৬টি জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখণ্ডতা রক্ষার ওপর বেশি জোর দেয় ইসি। ফলে সংসদীয় আসনগুলোতে জনসংখ্যার ব্যবধান বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর