শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দ্রুত বড়লোক হতে ইয়াবা ব্যবসায় রিপা

নিজস্ব প্রতিবেদক

রিপা আক্তার নামে এক তরুণী দ্রুত বড়লোক হওয়ার আশায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। কখনো পানির ফিল্টারে, হরলিক্সের বোতলে, গুঁড়া দুধের প্যাকেটে, সাবানের প্যাকেটে, ভেজা টিস্যুর বক্সে, চকলেটের বোতলে ইয়াবা নিয়ে আসতেন রিপা। এরপর তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর-১০, বাউন্ডারি রোড, ব্লক-খ, সেক্টর-৬ থেকে কুরিয়ার সার্ভিসে আসা একটি পার্সেল সংগ্রহ করতে যান রিপা আক্তার। আর এতেই র্যাবের ফাঁদে পড়েন তিনি। পরে ওই পার্সেলে থাকা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় রিপাকে। তার বাড়ি গাজীপুরের জয়দেবপুরে। স্বামী জাকারিয়াকে নিয়ে রাজধানীর দারুস সালাম থানার হরিরামপুর মাদ্রাসার পাশে থাকেন বলে জানিয়েছেন র্যাব-২ এর অপস অফিসার এএসপি শাহিনুর ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর