মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

হঠাৎ উধাও পিডব্লিউডির ছয় জিপ, যন্ত্রাংশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) রংপুর আঞ্চলিক কার্যালয় চত্বরে রাখা অব্যবহৃত ছয়টি জিপসহ কিছু যন্ত্রাংশ উধাও হয়ে গেছে। নিলামে বিক্রির অনুমতি না দেওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।

উধাও হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি হবে বলে পিডব্লিউডির কর্মকর্তারা জানিয়েছেন। এক শ্রেণির কর্মকর্তার যোগসাজশে এসব মালামাল সরিয়ে অন্যত্র বিক্রি করা হয়েছে এবং তা পরবর্তীতে চুরির নাটক সাজানো হতে পারে বলে গণপূর্ত বিভাগের একাধিক সূত্র জানিয়েছে। এদিকে বিষয়টি তদন্তে গণপূর্ত বিভাগ রংপুর আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগ রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুুল গোফফার বলেন, ১৯ এপ্রিল সকাল থেকে মালামালগুলো পাওয়া যাচ্ছে না। বিষয়টি রবিবার জানতে পেরে ওইদিনই তিন সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছি। কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর