মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ধারাবাহিক পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

ধারাবাহিক পতন শেয়ারবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দরপতন হয়েছে উভয় শেয়ারবাজারে। শেয়ারবাজারের সূচকের পাশাপাশি কমেছে হাত বদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৮ ও ২১৭৯ পয়েন্টে। ডিএসইতে ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯২ কোটি টাকা। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৫২টি ও অপরিবর্তিত থাকে ৫৪টির দর। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৬, সিএসই-৩০ সূচক ৪২, সিএসসিএক্স ৪১ ও সিএসআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৫৪, ১৬৩১৩, ১০৭৪৭ ও ১২০৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫০ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি টাকার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত থাকে ৩০টির দর।

সর্বশেষ খবর