মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
বিশ্বব্যাংকের তথ্য

১৩৫০ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

২০১৭ সালে বাংলাদেশ ১ হাজার ৩৫০ কোটি ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বৈদেশিক মুদ্রা আয়ের হিসাবে বৈশ্বিকভাবে বাংলাদেশের স্থান নবম এবং দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। গত বছর ভারত এ খাতে আয় করেছে ৬ হাজার ৯০০ কোটি ডলার। আর ১৯ হাজার ৭০ কোটি ডলার আয় করেছে পাকিস্তান।

গত রবিবার ওয়াশিংটনে অভিবাসন ও উন্নয়ন শীর্ষক সর্বশেষ অবহিতকরণ বৈঠকে বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ২০১৬ সালে ১১ দশমিক ৫ শতাংশ পতনের পর থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ অপরিবর্তিত রয়েছে। সংস্থাটির ভাষ্যমতে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস সৌদি আরব, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আর্জিত হওয়ায় দশটিতে এখন বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ ২০১৭ সালে কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ।

সর্বশেষ খবর