বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কৃত্রিম হাত পাচ্ছে বগুড়ার শিশু সুমি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় হাত হারানো শিশুকন্যা সুমি কৃত্রিম হাত পাচ্ছে। দুই মাস পর তার কৃত্রিম হাত লাগানো হতে পারে বলে জানা গেছে। বগুড়া জেলা প্রশাসক এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি এরই মধ্যে এ বিষয়ে ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। শিশু সুমির পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও যুবলীগ নেতারা। ২২ এপ্রিল ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় শিশুটির একটি হাতের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর