বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মানবিকতা

বিশেষ প্রতিনিধি

মানবিকতা

পুলিশ কর্মকর্তা শবনম সুলতানা পপির মানবিক কর্মকাণ্ড  দেখে উপস্থিত যাত্রীরা মুগ্ধ। অনেকের মতে, সড়ক দুর্ঘটনায় আহতদের নিজ হাতে সেবা দিয়ে তিনি পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) পপি গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনাটি গত সোমবার দুপুরের। মহাখালী ফ্লাইওভারের নিচে শাহীন স্কুলের বিপরীতে। আজিমপুর-গাজীপুর রুটে চলাচলকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়, এতে অন্তত ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি পিকআপ ভ্যান উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ওয়্যারলেস সেটে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এরপর তিনি নিজে ড্রাইভ করে ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তার পাশে পার্কিং করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। উল্টে যাওয়া ভ্যানটির চালক তখনো রাস্তার পাশে বসে প্রচণ্ড ব্যথায় ছটফট করছিলেন। পপি নিজের টাকা দিয়ে বরফ ও ওষুধ নিয়ে এসে তাকে সেবা দেন। পুলিশ কর্মকর্তা পপির এই কর্মকাণ্ডে সেখানে উপস্থিত থাকা কয়েকজন মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করেন।  সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ কর্মকর্তার এই কাজকে স্বাগত জানিয়েছেন অনেকে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর