রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ঘাতক ছিল পাঁচজন, হত্যা করা হয় কুপিয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঘাতক ছিল পাঁচজন, হত্যা করা হয় কুপিয়ে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আবদুস সালাম হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল ৫ যুবক। ওই ৫ যুবক পূর্বপরিকল্পনা অনুযায়ী ঠাণ্ডা মাথায় সালামকে কুপিয়ে হত্যা করে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম। গত ২৩ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে রুয়েটের শেখ হাসিনা হলের সামনে বাসচালকআবদুস সালামকে (৪৫) কুপিয়ে হত্যা করে খুনিরা। নিহতের বড় ছেলে অজ্ঞাতনামাদের আসামি করে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করে। মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, ওই দুই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এর মধ্যে পলাশ ১৬৪ ধারায় জবাববন্দি দিয়েছে। সে-ই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। সে ছাড়াও খুনের সময় আরও ৪ জন স্পটে উপস্থিত ছিল। ২০১৪ সালের একটা মামলা নিয়ে আবদুস সালামের সঙ্গে তাদের মধ্যে ঝামেলা চলছিল। মূলত মামলাটির মধ্যস্থতাকারী ছিল সালাম। সালামের কারণে মামলাটি মীমাংসা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ৫জন মিলে সালামকে হত্যা করে। মাহবুব বলেন, হত্যাকাণ্ডের দিন খুনিরা আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল।

আবদুস সালামকে দেখার সঙ্গে সঙ্গেই খুনিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো শুরু করে। সালাম মাটিতে পড়ে গেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সর্বশেষ খবর