রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ

—বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর জাতীয় গ্রিডে আরও ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। আর আগামী ২৬ মে থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেট্রোম্যাক্স এলপিজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, দেশে বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য এলপিজি সেবা বৃদ্ধি করা হচ্ছে। তবে যে সব এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে এলপিজি’র অনুমোদন পায়নি তারা ব্যবসা শুরু করতে পারবেন না বলেও তিনি সতর্ক করে দেন। নসরুল হামিদ বলেন, আইনগত অনুমোদন নিয়ে সব প্রতিষ্ঠানকে বাজারে আসতে হবে। তবে বাসা-বাড়িতে নতুন করে পাইপ লাইনে আর গ্যাস সরবরাহ করা হচ্ছে না। একই সঙ্গে এলএনজি আমদানিতে গ্যাসের দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে অল্প সময়ের মধ্যে এলপিজি-র গ্রাহক পর্যায়ে মূল্য নির্ধারণ করা হবে। তিনি জানান, এলপিজি সংরক্ষণ করে লাইনের মাধ্যমে এপার্টমেন্টগুলোতে বা কমিউনিটি ভিত্তিতে বাড়িতে বাড়িতে দেওয়া যেতে পারে। আর প্রাকৃতিক গ্যাসের ‘অপরচুনিটি কস্ট’ যেহেতু শিল্প কারখানায় বেশি এজন্য শিল্পেই বেশি প্রাকৃতিক বা এলএনজি মিশ্রিত গ্যাস দেওয়া হবে। এখন পর্যন্ত এলএনজি বাজারজাত করার জন্য ৫৫টি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মোট বার্ষিক উত্পাদন ক্ষমতা ২৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন। অন্যদিকে দেশে এলপিজি’র বার্ষিক চাহিদা ৩০ লাখ মেট্রিক টন।

 

পেট্রোম্যাক্স এলপিজি-এর চেয়ারম্যান রেজাকুল হায়দার বলেন, ‘মূল্যবান প্রাকৃতিক গ্যাসের মজুদ সঠিকভাবে ব্যবহার করার লক্ষ্যে গৃহস্থালি, গণপরিবহন ও যোগাযোগ এবং শিল্প কারখানায় ব্যবহারের জন্য এলপি গ্যাস একটি সুন্দর সমাধান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের বিনিয়োগে মংলা বন্দর এলাকায় প্রায় ৫ হাজার ৫০০ মেট্রিক টনের বেশি মজুদ ক্ষমতাসম্পন্ন ও বছরে প্রায় ৯০ লাখ সিলিন্ডার বোতলজাতকরণ ক্ষমতাসম্পন্ন এলপিজি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এজন্য ঢাকার অদূরে রূপগঞ্জে একটি স্যাটেলাইট প্ল্যান্টও স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে পেট্রোম্যাক্স ১২ ও ৩৫ কেজির দুটি ভিন্ন মাপের এলপি সিলিন্ডার গ্যাস বাাজারজাত করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান ও ডা. মো. হাবিবে মিল্লাত এবং পেট্রোম্যাক্স এলপিজি’র ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম প্রমুখ।

সর্বশেষ খবর