রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন করা হবে : খোকন

নিজস্ব প্রতিবেদক

বেপরোয়া গাড়ি চালনা ও নাগরিক অসচেতনতাকেই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে উল্লেখ করে তিনি কঠোর আইন করা হবে বলে জানিয়েছেন।

গতকাল ‘সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক উদ্বুদ্ধকরণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর ফার্মগেটের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মেয়র সাঈদ খোকন এ সময় বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইনের কঠোর থেকে কঠোরতর প্রয়োগ করতে চাই।

সর্বশেষ খবর